ইজতেমা মাঠে মোট সাত মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানান আয়োজকেরা। গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার মাঠে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত সমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আবদুল কাদের (৫৫) ও নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারাগাবরাগাতি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।
ইজতেমার মিডিয়া সমন্বয়ের দ্বায়িত্বে থাকা হাবিবুল্লাহ রায়হান জানান, নিহত ওই তিন ব্যক্তি অন্যান্য মুসল্লিদের মতোই ইজতেমায় এসেছিলেন। তাঁরা মাঠের বিভিন্ন খিত্তায় অবস্থান করছিলেন।