ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন আজ বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইং থেকে আজ রোববার পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আজ রোববার ২৩টি ইউনিট সকাল থেকে নিয়োজিত ছিল। বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ। এছাড়া বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি যোগ দেয়। বিমানবন্দরের কার্গো ভিলেজের আশপাশ ও উত্তরা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
এর আগে, শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আকস্মিকভাবে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ২টা ৫০ মিনিটে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দর ফায়ার স্টেশনসহ বিমানবন্দরের কার্গো এলাকায় আশপাশের ৫টি ইউনিট। পর্যায়ক্রমে ফায়ার স্টেশনের ইউনিট সংখ্যা বাড়ানো হয়। এরপর ১৩টি ফায়ার স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার, আর্মড পুলিশ ব্যটালিয়ন ও পুলিশ উদ্ধার তৎপরতায় যোগ দেয়।