টাঙ্গাইল জেলার ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ অটোরিকশা চালক মারা গেছেন। নিহতের নাম টিটু খা (৬০)।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত টিটুর পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তাদের এক আত্মীয়র জানাজায় শরিক হতে একটি অটোরিকশায় করে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন তারা। পথে মহাসড়ক পার হয়ে দিঘলকান্দী ইউনিয়নের সালেংকা মোড়ে পৌঁছালে স্থানীয় একটি ইটভাটার মাটি ভর্তি ড্রাম ট্রাক তাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই অটোচালকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।