ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

বিশ্বইজতেমায় ছয় জনের মৃত্যু

বিশ্বইজতেমায় ছয় জনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আগত মোট ছয় মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- জামালপুরের পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মো. ম‌তিউর রহমান (৫৫), নেত্রকোণার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা এখলাস মিয়া (৭০) ও ভোলার গোলি গ্রামের নজির আহমেদের ছেলে মো. সাহালম (৬০)।

ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে মতিউর রহমান শ্বাসকষ্টজনিত রোগে এবং এখলাস ও সাহালম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এর আগে যেই তিনজন মারা গেছেন তারা হলেন- ইউনুছ মিয়া (৬০), জামান (৪০) ও আব্দুস সাত্তার (৭০)। এদের মধ্যে ইউনুছ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায়, জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং আব্দুস সাত্তারের বাড়ি নেত্রকোণা জেলায়। আব্দুস সাত্তার বৃহস্পতিবার ও বাকি দুজন বুধবার মারা যান।