ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

জাবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

জাবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে বুধবার (৩১ জানুয়ারি)। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এ বছর আবেদনের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আলী রেজা জানান, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনলাইন আবেদন চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হয়। বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। যেহেতু পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে, তাই এ বছর আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

পরীক্ষা ২২ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া গেল বছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হলেও এবছর ইউজিসি নির্দেশিত পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে।

ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা বলেন, এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী সাধারণত ভর্তি পরীক্ষার সিলেবাস নির্ধারণ করা হয়। এবার এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হওয়ায় ভর্তি পরীক্ষাও সেই অনুযায়ী হবে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও আইআইটি), বি ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ), সি ইউনিট (কলা ও মানবিকী অনুষদ), ডি ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা। সি ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ও ব্যবসায় প্রশাসনের (আইবিএ) জন্য ৬০০ টাকা এবং ই ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।