ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ট্রাকচাপায় বাসের চালক নিহত

ট্রাকচাপায় বাসের চালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক গাড়িচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীবুর রহমান সজীব (২৫) রাইদা বাসের চালক ছিলেন। নিহত সজীবের বাবা শাহ মো. আলম।

রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।