ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সন্তান হত্যা: মা'সহ ৩ আসামীর মৃত্যুদণ্ড বহাল

সন্তান হত্যা: মা'সহ ৩ আসামীর মৃত্যুদণ্ড বহাল

খুলনার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাসমীকে হত্যার দায়ে মা সোনিয়া আক্তারসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান নামে অপর আসামিকে খালাস দিয়েছেন।

বৃহস্পতিবার আসামিদের আপিল ও মামলার ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) শুনানি শেষে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকা তিন আসামি হলেন—শিশুটির মা সোনিয়া আক্তার, মো. নুরুন্নবী ও মো. রসুল। হাফিজুর রহমান খালাস পেয়েছেন।

আদালতে আসামি হাফিজুরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। ২০১৭ সালের ২৯ আগস্ট এ মামলায় শিশু হাসমিকে হত্যার দায়ে মা সোনিয়া আক্তারসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা।

মামলার বিবরণে জানা গেছে, সোনিয়ার সঙ্গে আসামীর আপত্তিকর অবস্থায় দেখতে পায় হাসমি। বিষয়টি বাইরে ছড়িয়ে পড়ার ভয়ে সোনিয়ার সামনেই হাসমিকে গলা কেটে হত্যা করে আসামীরা। এরপর মরদেহটি সিমেন্টের বস্তায় ভরে খুলনা বাইপাস সড়ক সংলগ্ন সরদার ডাঙ্গা বিলে ফেলে দেয়। ওই বছরের ৯ জুন খুলনার কার্ত্তিককুল এলাকা থেকে হাসমির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মো. হাফিজুর রহমান বাদী হয়ে মো. নুরুন্নবী, হাফিজুর রহমান, মো. রসুলের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজনের বিরুদ্ধে অপহরণের পর হত্যা ও মরদেহ গুমের মামলা করেন।