রাধানগর গ্রামের ২২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয় পাশের গ্রামের এক তরুণের। নির্ধারিত দিনের গোধূলি লগ্নে বিয়ে হওয়ার কথা ছিল। লগ্নের আগেই বরযাত্রীসহ বর পৌঁছে যায় কনের বাড়িতে।
বরকে বসানো হয় নির্দিষ্ট জায়গায়। তবে হবু বর ও তার স্বজনদের মনে হয়, তাদের দিকে আলাদা করে নজর দেওয়া হচ্ছে না। মনের মতো আপ্যায়নও পাচ্ছে না তারা। আর তাই সুযোগ বুঝে বিয়েবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে বর ও বরযাত্রীরা।
এদিকে বরকে বিয়ের জন্য নির্ধারিত আসরে নিয়ে যেতে এসে কনের বাড়ির লোকেরা দেখে তারা লাপাত্তা। খোঁজাখুজি করে কোথাও না পেয়ে কনের বাড়ির লোকেরা পুলিশের দ্বারস্থ হয়। তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে পাত্রের বাড়িতে গিয়ে হাজির হয় পুলিশ।
এরপর বর ও তার স্বজনরা পুলিশকে জানায়, আপ্যায়ন পছন্দ না হওয়ার কথা। তাদের বুঝিয়ে বলার পরও কাজ না হওয়ায় কঠোর হয় পুলিশ।
একপর্যায়ে অনেকটা জোরপূর্বক বরকে তুলে বিয়ের আসরে নিয়ে আসে পুলিশ। এরপর পুলিশের উপস্থিতিতেই এক করা হয় চার হাত।