ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু

যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু

গাজায় চলমান যুদ্ধ বন্ধ করার বিনিময়ে সব ইসরাইলি বন্দীকে মুক্তি দেওয়ার ব্যাপারে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের প্রস্তাবে ছিল- গাজায় যুদ্ধের ইতি টানা, ইসরাইলি বাহিনী প্রত্যাহার, কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজায় হামাসের শাসন মেনে নেওয়ার বিনিময়ে হামাস তাদের হাতে থাকা সকল ইসরাইলি বন্দীকে মুক্তি দেবে। খবর আলজাজিরার

রবিবার নেতানিয়াহু বলেন, আমি হামাসের দানবদের এসব শর্ত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।

হামাসের হাতে বন্দী থাকা ইসরাইলিদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যাপারে নিজ দেশে ব্যাপক চাপে আছেন নেতানিয়াহু। এর মধ্যেই প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, হামাসের প্রস্তাব মেনে নিলে হামাস সম্পূর্ণ অক্ষতই থেকে যাবে এবং ইসরাইলি সেনাদের প্রচেষ্টা ব্যর্থ বলে গণ্য হবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, আমরা এ প্রস্তাব মেনে নিলে আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তাদের হাতে থাকা আমাদের বন্দী জনগণকেও নিরাপদে ফিরিয়ে আনা যাবে না এবং পরবর্তী ৭ অক্টোবর হবে কেবল সময়ের ব্যাপার।

শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় নেতানিয়াহু বলেছেন, হামাস পরাজিত হওয়ার পর জর্ডান নদীর পশ্চিমে সম্পূর্ণ এলাকার নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরাইলের হাতে, যাতে গাজা ভবিষ্যতে ইসরাইলের জন্য হুমকি হতে না পারে। বিষয়টি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিপন্থী।