ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ ক্যান্সারে আক্রান্ত

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ ক্যান্সারে আক্রান্ত

ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পেরেইরার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। যদিও তার ক্যান্সারের চিকিৎসা চলছে কয়েক মাস আগে থেকে। বর্তমানে কেমোথেরাপির পর পেরেইরার শরীর ইতিবাচক সাড়া দিচ্ছে বলে জানিয়েছে তার পরিবার।

এক বিবৃতিতে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ পেরেইরার আরোগ্য কামনা করেছেন। বিবৃতিতে বলা হয়, ‘পেরেইরা লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত। চার মাস ধরে কেমোথেরাপি দেওয়া হচ্ছে ব্রাজিলের এই চতুর্থ বিশ্বকাপজয়ী কোচকে। তার পরিবার এবং সামারিতানো হাসপাতালের চিকিৎসক দল জানিয়েছেন— চিকিৎসার সঙ্গে পেরেইরার স্বাস্থ্য ইতিবাচকভাবে উন্নতি লাভ করছে।’

১৯৯৪ বিশ্বকাপে পেরেইরার অধীনে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। ৮০ বছর বয়সী সাবেক এই কোচ চার মাস ধরে হজকিন লিম্ফোমায় (দ্রুত বর্ধনশীল ও আক্রমণাত্মক রক্তের ক্যান্সার, যা প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়কেই প্রভাবিত করে) আক্রান্ত। সেলেসাওদের বিশ্বকাপ জেতানোর পর পেরেইরা ২০০৩ সালে তৃতীয়বারের মতো কোচ হন। তবে অভিজ্ঞ এই কোচ ওই দফায় বিশ্বকাপে দলকে আর সাফল্য এনে দিতে পারেননি। ফলে ২০০৬ বিশ্বকাপে ব্যর্থতার পর পদ ছাড়েন পেরেইরা।