ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে যারা

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে যারা

২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে আধিপত্য ভারতীয় ক্রিকেটারদের। বিশ্বকাপের সেরা একাদশের মতো বর্ষসেরা দলেও জায়গা পেয়েছেন ৬ ভারতীয়। একইভাবে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাত্র দুই ক্রিকেটার সেখানে জায়গা পেয়েছেন।

এছাড়া দক্ষিণ আফ্রিকা দলের দুই ক্রিকেটার ও নিউজিল্যান্ডের একজন রয়েছেন বর্ষসেরা দলে। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি একাদশে দুই বিশেষজ্ঞ স্পিনার ও তিন পেসারকে রেখেছে।

নির্বাচিত সেরা একাদশের অধিনায়ক ভারতের রোহিত শর্মা। দেশটি থেকে আরও আছেন, বিরাট কোহলি, শুভমান গিল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। এছাড়া অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ও অ্যাডাম জাম্পা, দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এই একাদশে জায়গা পেয়েছেন।