বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় রাস্তার পাশের একটি ভবন থেকে মাথায় ইটে পড়ে বাংলাদেশ ব্যাংকের এক সহকারী পরিচালক মারা গেছেন।
নিহত দীপু সানা বাড়ি ফেরার সময় এ মর্মান্তিক ঘটনার শিকার হন বলে তার স্বামী তরুণ বিশ্বাস জানিয়েছেন।
তরুণ বলেন, 'সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিল সানা। রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।'
সানার গ্রামের বাড়ি সাতক্ষীরা।
এ ঘটনায় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
