ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

রাজধানীর বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত ও এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে আয়ানের পরিবার।

মঙ্গলবার (৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পরিবারের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম এ রিট আবেদন করেন।

আইনজীবী জানান, এই সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে।

গত ৩১ ডিসেম্বর আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে খৎনা করায় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে। সেখানে সাত দিন পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখার পর রোববার (৭ জানুয়ারি) মাঝরাতের দিকে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আয়ানের বাবা শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক আমাদের ডেকে বলেন যে দুনিয়াতে আয়ান আর নেই। তারা খুব তড়িঘড়ি করে আমাদের বের করে দেন।’

আয়ানের পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের সময় এমন ঘটনার পর অবস্থা বেগতিক দেখে সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ থেকে পাঠানো হয় গুলশান-২ ইউনাইটেড হাসপাতালে। এমনকি প্রথমে ১০ হাজার টাকার প্যাকেজে অপারেশনের কথা থাকলেও বিল ধরানো হয় প্রায় ছয় লাখ টাকা।

আয়ানের চাচা জামিল খান বলেন, ‘আয়ান যদি দুনিয়াতে থাকত, তবে পুরো প্রায় ৬ লাখ টাকাই নিত হাসপাতাল কর্তৃপক্ষ। এখনও তারা আমাদের কাছে এই বিলটাই চাচ্ছে।’

আয়ানের মৃত্যুর ঘটনায় বাড্ডা থানায় অভিযোগ করেছে তার পরিবার।