ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ স্বাস্থ্য উপদেষ্টার

মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ স্বাস্থ্য উপদেষ্টার

রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদামে লাগা আগুনে ১৬ জনের প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। 

আজ (বুধবার) এক শোকবার্তায় তিনি এ কথা জানান।

বার্তায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপদেষ্টা। 

একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটসহ অন্যান্য হাসপাতালে সুচিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

মঙ্গলবার সকালে মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। পরে তা পাশের একটি পোশাক কারখানাতে ছড়িয়ে পড়ে। এতে বহু মানুষ হতাহত হয়।