যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচনে ভোট কেনাবেচা ও কারচুপি হয়েছিল। বিশ্বের সবচেয়ে প্রাচীণ গণতন্ত্রের দেশ যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্যই করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেছেন, ২০২০ সালের নির্বাচনে ডাকযোগে আসা যেসব ভোট (পোস্টাল ভোট) গণনা হয়েছিল, সবগুলোই ছিল নগদ অর্থে কেনা।
বিশ্লেষকরা বলছেন, সোমবার রিপাবলিকান দলের আইওয়া রাজ্যের ককাসে (প্রেসিডেন্ট প্রার্থী বাছাই পর্বের প্রথম ধাপ) দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিধস জয়ের পরদিনই প্রেসিডেন্ট পুতিনের এমন বক্তব্যের র্অর্থ হলো-আসন্ন নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করবে মস্কো। কৌশলে সেটাই জানিয়ে দিলেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সর্বশেষ (প্রেসিডেন্ট) নির্বাচনে ডাকযোগে আসা ভোটগুলোতে কারচুপি হয়েছিল। তারা (ডেমোক্রেটিক পার্টি) প্রতিটি ব্যালট ১০ ডলারে কিনে তা নিজেরা পূরণ করে মেইলবক্সে জমা করেছিল এবং বিভিন্ন কৌশলে এই ব্যাপারটিকে তারা পর্যবেক্ষকদের দৃষ্টির আড়ালে রাখতে সফল হয়েছিল। এটাই সত্য।’
ওই নির্বাচনেই যুক্তরাষ্ট্রের সেই সময়ের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে নতুন প্রেসিডেন্ট হন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। অবশ্য ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরপরই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি নির্বাচনে পরাজিত হয়ে ভোট কারচুপির অভিযোগ আনেন। কেবল অভিযোগ তুলেই ক্ষান্ত হননি, নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি আদালতে মামলাও করেছিলেন। কিন্তু সেসব মামলার একটি রায়ও তার পক্ষে যায়নি।
