ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

শাহরুখ খানের মেট গালা লুক নকল করলেন কাজল

শাহরুখ খানের মেট গালা লুক নকল করলেন কাজল

বলিউড বাদশাহ শাহরুখ খান প্রথমবারের মতো অংশগ্রহণ করেছেন নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত মেট গালা ফ্যাশন প্রদর্শনীতে। বাদশাহ ছাড়াও সেখানে গিয়েছিলেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, কিয়ারা আদভানি ও দিলজিৎ দোসাঞ্জ। 

বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে কিং খান শাহরুখ গিয়েছিলেন মেট গালায়। কালো ওভারকোট, হাতে ছড়ি আর নানা রকম গহনা পরা বাদশাহকেও কোনো এক আধুনিক রূপকথার জাদুকরই মনে হচ্ছিল বলে জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা।

ইতোমধ্যে শাহরুখের রাফ অ্যান্ড টাফ লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শাহরুখের ছবি ভাইরাল হতেই বন্ধুকে নিয়ে মজা করার সুযোগ ছাড়লেন না বলিউড অভিনেত্রী কাজল। তারা শুধু একে অপরের সহকর্মী তা নয়, তারা দুজনে খুব ভালো বন্ধু। শাহরুখের মেট গালা লুক হুবহু নকল করে বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন কাজল, যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। কাজলের এই মজাদার পোস্ট দেখে হেসে খুন হন নেটপাড়ার বাসিন্দারা। একেই বলে বন্ধুত্ব— এমন মতও প্রকাশ করেন অনেকে।

সামাজিক মাধ্যমে অভিনেত্রী যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে শাহরুখ খানের পাশাপাশি কাজল নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে কাজলকে একটি কালো ব্লেজার পরে থাকতে দেখা গেছে। দুই হাতের আঙুলভর্তি আংটি, হাতে রুপালি রঙের একাধিক চুড়ি, নাকে নাকছাবি, কানে একাধিক দুল— সব মিলিয়ে কাজলকে দেখলে মনে হবে শাহরুখের ফিমেল ভার্সন। ছবিগুলো পোস্ট করে কাজল লিখেছেন—পার্থক্য খুঁজে বের করুন। 

শুধু তাই নয়, পোস্টে শাহরুখকে ট্যাগ করেছেন তিনি। কাজল যে এই পোস্ট নেহাতই মজার ছলে তৈরি করেছেন, তা আর বুঝতে বাকি নেই কারও। একজন বন্ধুই পারে একজন বন্ধুকে এইভাবে জ্বালাতন করতে। এক বন্ধু রাগ করবে না জেনেই এই কার্যকলাপ করতে সাহস পায় অন্য বন্ধু।

কাজলের এই পোস্টের কমেন্ট বক্স ছেয়ে গেছে বিভিন্ন কমেন্টে। এক নেটিজেন লিখেছেন—কোনো পার্থক্য নেই। উনি রাজা আর তুমি রানি। আরেক নেটিজেন লিখেছেন—একেই বলে বন্ধুত্ব। বন্ধুকে জ্বালাতন করার মজাই আলাদা। তৃতীয় নেটিজেন লিখেছেন—রাজ আর অঞ্জলির কথা মনে পড়ে গেল। একেবারে পুরোনো দিনের মতো। চতুর্থ নেটিজেন লিখেছেন—আবার আপনাদের একসঙ্গে পর্দায় দেখতে চাই।

উল্লেখ্য, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হে’, ‘কাভি খুশি কাভি গম’সহ বহু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও কাজল। পর্দায় তাদের রসায়ন যেমন অসাধারণ, তেমনই ব্যক্তিগত জীবনেও তারা একে অপরের খুব ভালো বন্ধু।