ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

এমআরটি-৫ প্রকল্পের ব্যয় কমানোর প্রস্তাব

এমআরটি-৫ প্রকল্পের ব্যয় কমানোর প্রস্তাব

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান) প্রকল্পটি বাস্তবায়ন করার দায়িত্বে আছে। প্রকল্পটির জন্য প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছিল ৫৪ হাজার ৬শ ১৯ কোটি টাকা যা পদ্মা সেতুর নির্মাণ খরচের প্রায় দ্বিগুণ।

 

আন্তঃমন্ত্রণালয় সভার মধ্য দিয়ে ঢাকা মেট্রো লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পের বেশ কিছু অংশের ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গাবতলী থেকে আফতাব নগর পর্যন্ত ১৭.২০ কিলোমিটার মেট্রোরেল লাইনটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে প্রজেক্ট রেডিনেস ফাইন্যান্সিং (পিআরএফ) স্কিমের অধীনে নির্মিত হবে যার প্রকল্প ব্যয় প্রস্তাব করা হয়েছিল ৫৪ হাজার ৬শ ১৯ কোটি টাকা।

 

মঙ্গলবার (২৩ এপ্রিল) পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় প্রকল্প ব্যয় যৌক্তিক করতে সম্মত হয়েছে বাস্তবায়নকারী সংস্থা।