ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

পতনেও থেমে নেই কারসাজি

পতনেও থেমে নেই কারসাজি

শেয়ারবাজারের পতন ঠেকানো যাচ্ছে না কিছুতেই। অংশীজনদের সঙ্গে বৈঠকের পরদিনও বাজার পড়েছে। সূচক যেভাবে টানা পড়ছে, সেটিকে বড় ধস মনে করছেন বিনিয়োগকারীরা। তাই দরপতনের প্রতিবাদে আবারও রাস্তায় নেমেছেন কিছু বিনিয়োগকারী।

শেয়ারবাজারের পতন ঠেকাতে করণীয় নির্ধারণে গত সোমবার বাজার অংশীজনদের নিয়ে বৈঠকে বসেছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে অংশগ্রহণকারীদের বাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায় বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থার আহ্বানে বিনিয়োগ বাড়ানোর তাৎক্ষণিক প্রতিশ্রুতি দিয়েছিল অংশীজনেরা। সেই প্রতিশ্রুতির পরও গতকাল মঙ্গলবার বাজারে পতন হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এ দিন ৪১ পয়েন্ট বা পৌনে ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৪ পয়েন্টে। গত ৩৫ মাসের মধ্যে এটিই ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ এ সূচক ২০২১ সালের ৬ মে ৫ হাজার ৬০৬ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। ঢাকার বাজারের পাশাপাশি সূচক কমেছে চট্টগ্রামের বাজারেও। সিএসইর সার্বিক সূচকটি ৩৪ পয়েন্ট কমেছে।